গুগল এডসেন্স কি এবং কিভাবে গুগল এডসেন্স কাজ করে

What is Google Adsense

এডসেন্স হলো গুগলের একটি প্রোডাক্ট যা পোস্টকারীদের বা পাবলিশারদের ব্লগ বা ওয়েবসাইট বিজ্ঞাপন প্রদর্শনী করে থাকে। অধিকাংশ ব্লগারস এডসেন্স এর উপর নির্ভর করে। যদি আপনার ব্লগ এডসেন্স এর দ্বারা অনুমোদিত হয়, তাহলে আপনি আপনার ব্লগেও এডস বসাতে পারবেন এবং এর সাথে আপনি ২টি মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।
ইম্প্রেশন্স: আপনার বিজ্ঞাপন প্রতিদিন কতবার দেখা হয় তার উপর নির্ভর করে টাকা দেয়। আপনি বলতে পারেন এটি ১০০০ ভিউস এ ১$ দেয়, যদিও এটি পুরোপুরি ঠিক না।

ক্লিক: এটি নির্ভর করে আপনার এডস এ কয়টি ক্লিক পড়েছে।

একবার আপনার এডসেন্স এপ্রুভ হলে, আপনি আপনার সাইটে এডসেন্স এর এডস দেখতে পারবেন  এবং আপনার ইচ্ছা মতো জায়গায় আপনি এডস স্থাপন করতে পারবেন। যখন আপনার ব্লগ এ ভিসিটর্স ভিসিট করবে এবং এডস দেখবে বা এডস এ ক্লিক করবে তখন আপনার ইনকাম হবে। যখন আপনার এডসেন্স এ ১০০$ হয়ে যাবে তখন আপনি চেক বা সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন।

এটি শুধু আপনার ব্লগ বা ওয়েবসাইট এই কাজ করেনা, এটি আপনার ইউটুবেও কাজ করে। বেশিরভাগ মানুষ ভালো ভিডিও দেখতে পছন্দ করে, তাই ইউটুব পৃথিবীর তৃতীয় বৃহত্তম ওয়েবসাইট। আপনি লক্ষ্য করবেন যখন আপনি ইউটুবে কোনো ভিডিওর পাশাপাশি আরো কিছু বিজ্ঞাপনও দেখতে পারবেন। সেগুলো কিছুই না কিন্তু গুগল এডসেন্সের বিজ্ঞাপন।

যদি আপনার ব্লগে কোন ভিজিটর না থাকে তো গুগল এডসেন্স এপ্রোভ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে।এটা এমন আমার সাইট এইরকম ট্রাফিক থাকলে আপনাকে এডসেন্স এপ্রোভ দিবে না, কারণ গুগল এডসেন্স একটি বিজ্ঞাপন  কোম্পানি তারা ভিসিটরদের বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করে থাকে। এর কারণেই ব্লগিংপুরো পৃথিবীতে এত বিখ্যাত।
গুগল এডসেন্স কিভাবে কাজ করে?
যারা গুগল এডসেন্স এর বিজ্ঞাপন নিজের ব্লগ বা ওয়েবসাইটে বসিয়ে থাকে তাদের বলা হয় পাবলিশার্স  এবং যারা বিজ্ঞাপন দিয়ে থাকে পাবলিশারদের তাদের বলা হয় এডভার্টাইজার্স। মনে করুন আপনি বাংলালিংকের বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখাচ্ছেন, এটার মানে বাংলালিংক আপনার এডভার্টাইজার।

গুগল এডসেন্স একাউন্ট কিনতে বা আপনার ওয়েব সাইট দিয়ে এপ্রোভ্ড করাতে চাইলে এখানে ক্লিক করুন

আপনি যদি কোনো কোম্পানির বিজ্ঞাপন আপনার সাইটে দেখাতে চান, কিন্তু এটা সম্ভব নয় যে আপনি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন। এমন পরিস্থিতিতে, আপনি কয়টি কোম্পানির সাথে কথা বলবেন? এই কারণে গুগল একটি প্রোডাক্ট শুরু করে গুগল এডসেন্স  নামে, একটি বড় কোম্পানি বা যে কেউ তার পণ্য প্রমোট করতে পারবে। যে কেউ এইখানে রেজিস্টার করে, তাদের বিজ্ঞাপন এইখানে দিতে পারবে।

প্রত্যেক কোম্পানির বা পণ্য একটি কী-ওয়ার্ড আছে যা দ্বারা গুগলে সার্চ দিয়ে  আপনি তাদের খুঁজে পান। যদি আপনার প্রোডাক্ট সেই কী-ওয়ার্ড  রিলেটেড হয় তাহলে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন কী-ওয়ার্ড রিলেটেড সাইটে দেখানো হবে। যখন গুগলের রোবট আপনার সাইটে আসবে এবং কোনো কী-ওয়ার্ড খুঁজে পাবে, তখন সেই কী-ওয়ার্ড রিলেটেড বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখানো হবে। যদি আপনি স্মার্টফোন নিয়ে একটি পোস্ট লিখে থাকেন, তখন  আপনার ব্লগে স্মার্টফোন রিলেটেড বিজ্ঞাপন দেখানো হবে। যখন আমরা কোনো কী-ওয়ার্ড এর উপর আর্টিকেল পোষ্ট করে থাকি তখন ওই কী-ওয়ার্ড রিলেটেড বিজ্ঞাপন আমাদের সাইট এ দেয়া হয়।

এবং ইন্টারেস্ট-বেস্ট এডভার্টাইজিং। যখন আপনি কোন ই কমার্স এ ভিজিট করেন আপনার সম্পূন হিস্ট্রি এবং ডাটা আপনার ব্রাউজারে সেভ হয়েযায়। তারপর আপনি যখন কোনো ওয়েবসাইট বা ব্লগে ভিজিট করেন তখন আপনি লাস্ট যে সাইট বা প্রোডাক্ট দেখেছেন সেই বিজ্ঞাপনী আপনাকে দেখানো হয়। এডসেন্স মনেকরে আপনার প্রোডাক্ট এর উপর ইন্টারেস্ট আছে, তারপর আপনাকে ঐ রিলেটেড পোস্ট দেখানো হয়।  আপনি আমাজন এ ভিজিট করছেন এবং একটি ল্যাপটপ দেখলেন , এখন আপনি অন্য কোনো ব্লগ বা ওয়েবসাইটে ভিজিট করলে আপনাকে ল্যাপটপের   বিজ্ঞাপন দেখানো হবে।